মাগো - সুবোধ কুমার শীট
এই মায়াপুরীতে সবাই আছে মাগো, শুধু আজ আমি একা! জন্মে উনিশ বছর স্নেহের পরশ, মায়ের এ ছোট্ট খোকা স্মরণ নেই যে আজ মা তোমার প্রেম, আছে শুধু স্মৃতিশূন্য খোকা থেকে আজ যে প্রাপ্তবয়স্ক মাগো, ও তোমার স্নেহে পূর্ণ তোমরা সবই দিয়েছো উজান করে, পূর্ণ আমি তার বলে তবু কেন আপন লাগে যৌবন প্রেম? কেন যায় মন গলে? কোন মায়ায় স্মৃতি হরণ এ বয়সে, বিভেদ সম্পর্কে আনে মাগো বুঝি না যে এরূপ কেমন প্রেম? কেন যে এ মন টানে মাগো ভুল করেছি জীবনে বড়ো ভুল, আজ আমি বহু দূরে তোমরা বসে আছো আমার পথ চেয়ে, সদা মোরে ক্ষমা করে আজ আমি হতভাগা আছি সদা দূরে! যৌবনের মোহে বোকা ও ছেড়ে চলে গেছে অন্যে সাথে সদাই, মাগো আজ আমি একা! মাগো! দয়া করে ক্ষমা করো সদা মোরে তোমরাই ছোট্ট খোকা। রচনাকাল- নিজ বাসভবন, ০৯/০৭/২০২০, সন্ধ্যা - ০৭:১২
Comments
Post a Comment